তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে আজ ৮ই জানুয়ারী ২০১৭ খ্রিঃ দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আনি আনন্দিত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স¦প্ন দেখেন। এই স¦প্ন পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ইচ্ছায় “লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প”-এর জন্ম। যার লক্ষ্য হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক শিক্ষিত বেকার, ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন ধরণের আগ্রহী পেশাজীবী পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবল তৈরি করা, যারা আউটসোর্সিং-এর কাজ করতে সক্ষম হবেন। আউটসোসিং হলো-ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে অর্থ উপার্জন। এটি ফ্রি ল্যান্সিং বা মুক্ত পেশা। এর ফলে চাকুরীর জন্য আর অপেক্ষা না করে নিজেদের শিক্ষাকে কাজে লাগিয়ে ঘরে বসেই অর্থ উপার্জন করে বেকার সমস্যার সমাধান করা সম্ভব। এতে বিপুল সংখ্যক জনবলের কর্মসংস্থান হবে, বেকারত¦ দূর হবে এবং দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে।
লার্নিং এন্ড আর্নিং মেলা রাজবাড়ীতে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি মনে করি।
আমি এ আয়োজনের সাফল্য কামনা করছি।
(জিনাত আরা)
জেলা প্রশাসক
রাজবাড়ী ।