॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পদ্মা বোডিং থেকে গতকাল ৭ই মে বিকেলে ১৪জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, দৌলতদিয়া ঘাট সিনেমা হল রোড সংলগ্ন মাদকের পল্লী হিসেবে পরিচিত পুড়াভিটা এলাকার পদ্মা বোডিংয়ে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা চলে আসছিল। এমন সংবাদের পর র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরক্তি পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় র্যাব-৮ ফরিদপুরের দল।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে র্যাবের অভিযান শেষে ওই আবাসিক বোডিং থেকে গাঁজা ও ইয়াবাবড়ি সেবনকালে হাতেনাতে ১৪জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সর্বমোট ৪০০ গ্রাম গাঁজা ও ২৮ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ মাদক গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়। এছাড়া অপর ২মাদক ব্যবসায়ীর নিকট হতে ১৫৪ পুরিয়া(১৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ঃ লুৎফর মিয়া(৩৫), আলমগীর হোসেন(২৮), আনছার শেখ(৩৫), হেদায়েত কাজী(২০), বিল্লাল খান(১৯), মোঃ রিপন(২৭), শাহিন মোল্যা(৩২), মোঃ শাহিন(২৫), মোঃ লিটন(২৬), আলমগীর বিশ^াস(২৬), সুমন শেখ(৩৮), ইউসুফ মিয়া(৩০), রুবেল মিয়া(২৬) ও মোঃ জাহাঙ্গীর(৫০)। এদের প্রত্যেকের বাড়ি গোয়ালন্দ উপজেলাসহ রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায়।
পরে সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে গ্রেপ্তারকৃত প্রত্যেককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবার মাদকসেবীদের বিরুদ্ধে র্যাবের জোরদার অভিযানে দৌলতদিয়ায় গ্রেপ্তারকৃত ১৪জনের মোবাইল কোর্টে জেল
