Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-২ আসনের বহরপুরের ২টি গ্রামের ১৫১ পরিবার পেল পল্লী বিদ্যুতের নতুন সংযোগ

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ৬ই মে দুপুরে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের প্রথমে চরগুয়দাহ গ্রামের হাজী আব্দুস সাত্তা মোল্লার বাড়ীতে ও বেতেঙ্গা তমিজ উদ্দিনের বাড়ী প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে বাতি জ্বালিয়ে এলাকার ১৫১টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
এ উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে স্থানীয় মোল্যা বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, সাধারণ সম্পাদক সামছুল আলম সুফী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক(টেকনিক্যাল) মোঃ গোলাম কাদির, বহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাবু প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বহরপুর ইউনিয়নের চরগুয়াদাহ ও বেতেঙ্গা গ্রামের ১৫১টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেল।