॥রঘুনন্দন শিকদার॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পাংশা শহরস্থ বাসভবনে গিয়ে গতকাল ৭ই জানুয়ারী দুপুরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বালিয়াকান্দি থেকে নির্বাচিত জেলা পরিষদের ২জন সদস্য।
তারা হলেন ঃ জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মোঃ আব্দুস সাত্তার খান এবং ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান মোল্লা। সাক্ষাতকালে তারা এমপি মোঃ জিল্লুল হাকিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম সুফী, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপিকে জেলা পরিষদের সদস্যর ফুলেল শুভেচ্ছা
