Site icon দৈনিক মাতৃকণ্ঠ

৪দিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান নৌ বাহিনীর জরীপ জাহাজের চট্টগ্রাম বন্দর ত্যাগ

বাংলাদেশে চারদিনের শুভেচ্ছা সফর শেষে রাশিয়ান নৌ বাহিনীর জরিপ জাহাজ ‘ঙঅউগওজঅখ ঠখঅউওগওজঝকণ’ গত ১লা মে সকালে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে।
জাহাজটি বাংলাদেশ ত্যাগকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার (অপারেশন্স) ক্যাপ্টেন মির্জা মামুন-উর-রশীদ, (জি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
বাংলাদেশ সফরকালে জাহাজটির অধিনায়ক আলেকজান্ডার ভিয়াসসাবোভিচ পাইসিন (অষবীধহফবৎ ঠুধপযবংষধাড়ারপয চণঝঐকওঘ) এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাইকমিশনের ডিফেন্স এডভাইজারসহ ০৫ সদস্যের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ নৌ বাহিনীর বিভিন্ন জাহাজ, প্রশিক্ষণ ঘাঁটি ও স্থাপনাসহ চট্টগ্রামের ঐতিহাসিক এলাকাসমূহ পরিদর্শন করেন। এই শুভেচ্ছা সফর বাংলাদেশ ও রাশিয়ান নৌ বাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি উভয় দেশের নৌ বাহিনীর মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লে¬খ্য, জাহাজটি গত ২৮শে এপ্রিল ৪দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে -আইএসপিআর।