Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর ইন্দ্রনারায়নপুরে স্কুল ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনকারী ৫জনের বিরুদ্ধে থানায় মামলা

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুরে তানভীর(১৬) নামে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রকে শিকল দিয়ে বেঁধে মাটিতে ফেলে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে বখাটেরা।
এ ঘটনায় গত ২৯শে এপ্রিল আহত তানভীরের রিক্সা চালক বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ৫জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন। গত ২৪শে এপ্রিল বিকেলে ইন্দ্রনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাজবাড়ী থানার মামলা নং-৫১, ধারাঃ ১৪৩/৩৪২/৩২৩/৩২৫৩০৭ পেনাল কোর্ড।
মামলার আসামীরা হলো ঃ ইন্দ্রনারায়নপুর গ্রামের বাবুর ছেলে ইয়াবা রুবেল(৩২), আরশাদ পাটোয়ারীর ছেলে রফিক(৩৫), কাশেমের ছেলে পলাশ(২২), ইসলাম শেখের ছেলে মিঠুন(২২) ও মজিবার প্রধানের ছেলে সোবাহান (২২)সহ অজ্ঞাত ২/৩জন।
আলাদীপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার ছেলে তানভীর আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ে। গত ২৪শে এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে তানভীর তার দুই বন্ধুর সাথে ইন্দ্রনারায়নপুর গ্রামে এক বান্ধবীর বাড়ীতে বেড়াতে যায়। এ সময় ওই এলাকায় ইয়াবা রুবেলসহ উল্লেখিতরা তাদের কাছ থেকে দুইটি মোবাইল কেড়ে নেয়াসহ তানভীরকে মারপিট করে। এ সময় তার দুই বন্ধু ভয়ে দৌড়ে পালিয়ে গেলে তারা তানভীরকে সেখান থেকে আটক করে মোটর সাইকেলযোগে ইন্দ্রনারায়নপুর যুব উন্নয়ন কেন্দ্রের পশ্চিম পাশে বাউন্ডারীর কাছে নিয়ে যায়। সেখানে তারা তানভীরকে শিকল দিয়ে বেঁধে মাটিতে ফেলে লোহার রড ও লাঠি দিয়ে মাথায় ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারীভাবে মারপিট করে। রাত ৮টার দিকে মোবাইলে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তানভীরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা সেবা দেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়। দুইদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর গত ২৬শে এপ্রিল আবারো তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।