গত ২৮শে এপ্রিল ঢাকাস্থ রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ২বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির রাজবাড়ী জেলার সিনিয়র নেতৃবৃন্দ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিখিতভাবে এই কমিটি প্রকাশ করা হয়েছে।
কমিটিতে এম. ফিরোজ আল মামুনকে সভাপতি, আবুল হোসেন জুয়েলকে সিনিয়র সহ-সভাপতি, রাজেশন বিশ্বাস রাজেস, সৈকত মাহমুদ, শাহিনুর রহমান, মমিন খান, আনিসুর রহমান, জিল্লুর রহমান, মশিউর রহমান ও জুয়েল মোল্লাকে সহসভাপতি, মোঃ সোহান মোল্লাকে সাধারণ সম্পাদক, রাইয়ান ইসলাম আদরকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান আসাদ, তন্নি মল্লিক, রুবেল মোল্লা, মাসুম পারভেজ সুমন, আব্দুল্লাহ আল মারুফ, উজ্জল মিয়া ও সায়েম মোল্লাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, খান সুলতান মাহমুদ বিদ্যুৎকে সাংগঠনিক সম্পাদক, কামাল আহমেদ উজ্জল, আরিয়ান জামান ও ইমরুল কায়েসকে সহ-সাংগঠনিক সম্পাদক, আতিকুর রহমান হাসানকে প্রচার সম্পাদক এবং মোঃ হাবিবকে সহ-প্রচার সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এম.ফিরোজ আল মামুন পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শলুয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম ইমান বিশ্বাস। তার আর এক বড় ভাই ফারুক হোসাইন শহিদ ১৯৯২-৯৭ সালে পাংশা সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। আরেক বড় ভাই মতিউর রহমান মতিন কশবামাজাইল ইউপি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ২০০৩ থেকে ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এম.ফিরোজ আল মামুন বর্তমানে ঢাকা মহানগর(পশ্চিম) ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি জিয়া পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত।
কমিটির বিষয়ে এম.ফিরোজ আল মামুন বলেন, রাজবাড়ী জেলার কয়েকশত ছাত্র-ছাত্রী ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মূলত তাদেরকে সার্বিক সহযোগিতার জন্যই এই সংগঠন গঠন করা হয়েছে। তাদের যে কোন বিষয়ে আমাদের কাছে জানালে আমরা তাদেরকে সর্বদা সাহায্য-সহযোগিতা করবো -প্রেস বিজ্ঞপ্তি।