॥কাজী তানভীর মাহমুদ॥ আসছে মে মাসের ১ম সপ্তাহে ফিল্ম বিট এন্টারটেইনমেন্টের ব্যানারে ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেচারা’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজবাড়ীর তরুণ পরিচালক আদর মির্জা। গল্প ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন মাহবুব মোর্শেদ রিফাত।
গত ২৬শে এপ্রিল সোশ্যাল মিডিয়ায় শর্ট ফিল্মটির টিজার প্রকাশ করা হয়েছে। ১মিনিট ১০ সেকেন্ডের টিজারটি প্রকাশের পর থেকেই বেশ আলোচনায় এসেছে। শহরের রাজনৈতিক খেলা আর তার মাঝে বেড়ে উঠা একটি ভালোবাসার সম্পর্ক নিয়েই ফিল্মটির মূল গল্প। এতে নুরুল কাওসার মানিক, নোমান হোসেন, কেয়া আল জান্নাহসহ অনেকে অভিনয় করেছেন।
বেচারা’র পরিচালক আদর মির্জা জানান, ইউটিউব দর্শকদের কথা মাথায় রেখেই শর্টফিল্মটি নির্মাণ করার চেষ্টা করেছি। এতে বিনোদনের সবটুকু রাখার চেষ্টা করা হয়েছে। শর্ট ফিল্মটিতে একটি গান থাকছে, যার সংগীত পরিচালনা করেছেন জিসান খন্দকার। আশা করি, দর্শকরা ভালোভাবেই ফিল্মটিকে গ্রহণ করবেন। মে মাসের ১ম সপ্তাহেই ফিল্মটি মুক্তি দেয়ার আশা করছি। ফিল্মটি দেখার লিংক ঃ https://www.youtube.com/watch?v=syi_oslSw2U&feature=youtube