॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট ঠিকাদার চৌধুরী আব্দুর রাজ্জাক রাজন(৫৫) আর নেই। গতকাল ২৮শে এপ্রিল বিকাল সাড়ে ৩টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহ—–রাজিউন)।
পারিবারিক সুত্রে জানাগেছে, গতকাল ২৮শে এপ্রিল সকালে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ(মন্ডল পাড়াস্থ’) নিজ বাড়ী থেকে বের হয়ে পান্না চত্বর এলাকায় চা পানের পর বেলা সাড়ে ১১টার দিকে তিনি রাজবাড়ী বাজারে যান। বাজারের স্টেশর সড়কের বাসুদেবের দোকানে হঠাৎ বমি করে তিনি অসুস্থ্য হয়ে পড়লে বাসুদেবসহ স্থানীয় লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে তার ছোট ভাই রতন চৌধুরী হাসপাতালে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তার অবনতি ঘটলে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে রেফার করা হয়। তাকে বিকাল সাড়ে ৩টায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যার পর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাসসহ শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ চৌধুরী আব্দুর রাজ্জাক রাজনকে শেষ বারের মত দেখতে এবং তার মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
এরপর রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ তার বাড়ীতে যান এবং তার পরিবারবর্গকে শান্তনা দেন।
আজ ২৯শে এপ্রিল বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী গ্রামে তার পৈত্রিক বাড়ী সংলগ্ন স্কুল মাঠে প্রথম এবং বাদ জোহর রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদে দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার লাশ ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হবে।
কাটাখালী গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মরহুম মান্নান চৌধুরীর ছেলে চৌধুরী আব্দুর রাজ্জাক রাজন পেশায় ঠিকাদার ছিলেন। এছাড়াও তিনি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকায় ১৯৯২ সাল থেকে জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য হিসাবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়ে, মা, ৪ভাই ও ৩বোনসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।