Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোদার বাজার ও উড়াকান্দায় পৃথক ২টি মোবাইল কোর্টে ১১জনকে কারাদন্ড

॥করিবর হোসেন॥ রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ও উড়াকান্দা এলাকায় পদ্মা নদীর শহর রক্ষা বেড়িবাঁধ এলাকার থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে বাঁধের ক্ষতি সাধন করার সময় গতকাল ৬ই জানুয়ারী পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১১জনকে বিভিন্ন মেয়াদী কারাদন্ড প্রদান করেছে।
এরমধ্যে গোদার বাজার এলাকায় রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭জনকে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় সদর থানার এস.আই এনছের আলীর নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
অপরদিকে উড়াকান্দা এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম আবু জর গিফারী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জনকে ১মাস করে এবং ১জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সদর থানার পিএসআই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।