Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল সেন্টারে ‘এজেন্ট ব্যাংকিং’ সেবা যুক্তকরণ বিষয়ক কর্মশালা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সহযোগিতায় গতকাল ২৪শে এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল সেন্টারে “এজেন্ট ব্যাংকিং” সেবা যুক্তকরণ বিষয়ক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ অফিসার উজ্জ্বল কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবাসমূহের বিভিন্ন দিক তুলে ধরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগের গ্রুপ লিডার মোঃ আশিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাফি বিন কবির, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগের রাজবাড়ী অঞ্চলের গ্রুপ লিডার মোঃ নাহিদুজ্জামান, রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের দ্বারা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। এর মাধ্যামে আমাদের দেশের সাধারণ মানুষ ঘরের কাছের ইউডিসি উদ্যোক্তাদের মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলা, ব্যাংকে টাকা রাখা, বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সের টাকা উত্তোলন, ক্ষুদ্র ঋণ নেওয়া, ঋণের টাকা পরিশোধ, বিদ্যুৎ বিল দেওয়া, ডিপোজিট করা, সরকারের সকল ভাতার টাকা উত্তোলনসহ যাবতীয় ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে ইউডিসি উদ্যোক্তাদের কর্মপরিধি ও দায়িত্ব অনেক বেড়ে যাওয়াসহ তাদের ইনকামও অনেক বাড়বে। যেহেতু ব্যাংকিং কার্যক্রমের সমস্ত বিষয়টি অর্থ সংশ্লিষ্ট সুতরাং এক্ষেত্রে জেলার সকল ইউডিসি উদ্যোক্তাকে অত্যন্ত দায়িত্বের সাথে সৎ থেকে সকল ব্যাংকিং কাজ করতে হবে। দায়িত্ব পালনকালীন সময়ে প্রত্যেক উদ্যোক্তাকে সতর্ক থাকতে হবে যে, এই ব্যাংকিং সেবা প্রদানকালে কোন প্রকার আর্থিক অনিয়ম হলে বা অসৎ উপায়ের আশ্রয় নিলে তাকে দায়িত্ব পালন থেকে অব্যাহতিসহ এই আর্থিক অনিয়মের জন্য জেল জরিমানা ও কারাবাস হতে পারে। মোট কথা একজন উদ্যোক্তার দায়িত্ব যত বেশী জবাবদিহিতা ও স্বচ্ছতাও তত বেশী।
তিনি আরো বলেন, রাজবাড়ী জেলার সকল ইউডিসি উদ্যোক্তাকে সরকারের এই এজেন্ট ব্যাংকিং সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করতে হবে। এছাড়াও সভায় জেলা প্রশাসনের ডিজিটাল ভূমি সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইউডিসি উদ্যোক্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়।