Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এলসিএস শ্রমিকদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলজিইডি দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় লেবার কন্টাক্ট সোসাইটি-এলসিএস প্রকল্পের শ্রমিকদের সঞ্চয় বাবদ জমাকৃত টাকার চেক বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বলেন, বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে নানামুখী প্রকল্প চালু করেছে। এলসিএস শ্রমিকরা আজ সঞ্চয় বাবদ জমাকৃত টাকার চেক পাচ্ছে। পারিবারিক উন্নয়নে এই টাকা ব্যয় করার পরামর্শ রেখে প্রধান অতিথি এমপি মোঃ জিল্লল হাকিম বলেন, গরু-ছাগল, হাঁস-মুরগী পালনের মাধ্যমে নিজস্ব আয় বৃদ্ধি করে নিজেদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এ অর্থ ব্যাপক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন, বিআরডিবি’র চেয়ারম্যান এ.বি.এম লিয়াকত আলী খান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জানাযায়, এল.সি.এস প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় প্রকল্পের ১২জন শ্রমিকের সঞ্চয় বাবদ জমাকৃত প্রত্যেকের প্রায় ১লাখ ২২হাজার টাকার চেক গতকাল বুধবার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রত্যেক শ্রমিকের হাতে চেক প্রদান করেন।