॥রফিকুল ইসলাম॥ আগামী ১৯শে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা কৃষক লীগের উদ্যোগে গতকাল ১২ই এপ্রিল বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য-সচিব আবু বক্কর খানের পরিচালনায় সভায় সংগঠনের জেলা, উপজেলা ও পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা
