॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল ১২ই এপ্রিল বিকেলে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আল মাসুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীম, সাবেক আহবায়ক রাশেদুল হক অমি, সাবেক ছাত্রলীগ নেতা গোলজার হোসেন মৃধা, রাকিবুল হাসান রাকিব, আলমগীর শেখ তিতু, ইলিয়াছ কবির রাব্বী, আল মামুন আরজু, আসাদুজ্জামান লাল ও মূলঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোঃ শাহনেওয়াজ সানু প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে উপস্থাপনা করেন সাবেক আইন সম্পাদক এস.এম মনিরুল ইসলাম মঈন ও সাবেক প্রচার সম্পাদক আবুল হাসনাত রানা। এ সময় জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, রাজবাড়ীতে যুবলীগের কমিটি গঠন হবে। ওই কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী তাদের অধিকার ও সংগঠনের একটা দায়িত্ব পড়বে। তাদের কাজকে গতিশীল করতে পারে এটাই শুধু আজকের মূল চাওয়া।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা নৌকার পক্ষে কাজ করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসাতে পারি এটাই থাকবে আমাদের অঙ্গীকার। যতই ষড়যন্ত্র হোক না কেন ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দিবো। এজন্য ছাত্রলীগ, যুবলীগকে শক্তিশালী করতে হবে।
আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে যুবদের কাজ করতে হবে —-রাজবাড়ী জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী
