Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে রাজবাড়ীতে বিশেষ সভা

॥দেবাশীষ বিশ্বাস॥ আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৮ই এপ্রিল বিকালে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মোঃ আমিনুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শারমিন নিগার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেল সুপার মোঃ আনোয়ারুল করিম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, সম্পাদক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাবেক সভাপতি এডঃ গনেশ নারায়ণ চৌধুরী, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং ব্র্যাকের প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ ইসরাত জাহান।
সভায় আগামী ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচী, জারিগান, প্রমান্য চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য ৪টি উপ-কমিটি গঠন করা হয় হয়।