Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পৌরসভায় চক্ষু শিবির অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী পৌরসভা ও খুলনার বিএনএস চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে “অন্ধ হলে দেই আলো” শ্লোগানকে সামনে রেখে গতকাল ৮ই এপ্রিল সকাল ১০টায় পৌরসভায় দিনব্যাপী চক্ষু শিবিরের অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। এ সময় খুলনার বিএনএস চক্ষু হাসপাতারে সার্জন ডাঃ মোঃ মুজিবুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শেখর চক্রবর্তী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ ও পৌর এলাকার চক্ষু রোগীগণ উপস্থিত ছিলেন।
চক্ষু শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, খুলনার বিএনএস চক্ষু হাসপাতালের সহযোগিতায় রাজবাড়ী পৌরবাসীকে চক্ষু সেবা প্রদানের লক্ষ্যে আজকে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে যেসব রোগীরা চোখ দেখাবেন তাদের মধ্যে যাদের চোখের অপরেশন করার প্রয়োজন হবে তাদেরকে খুলনা বিএনএস চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করানো হবে। আমি আশা করব, যারা অপারেশনের জন্য খুলনার বিএনএস চক্ষু হাসপাতালে যাবেন তারা চোখের অপরেশন করিয়ে সুস্থভাবে আমাদের মধ্যে ফিরে আসবেন। তিনি সকলের সুস্থতা কমনা করেন ও চক্ষু শিবির সফল করার আহ্বান জানান।