Site icon দৈনিক মাতৃকণ্ঠ

যুবলীগ নেতা প্রসিত চৌধুরী বিশু’র ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা যুবলীগের প্রয়াত নেতা প্রসিত চৌধুরী বিশুর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৌর যুবলীগের আয়োজনে গতকাল ৭ই এপ্রিল বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তব্য রাখেন।
রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি মোঃ সাফায়েত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ হিরুর সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে প্রসিত চৌধুরী বিশ’র বড় ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী সেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ মোঃ জাহাঙ্গীর জলিল, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান ও জেলা ছাত্রলীগের জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, প্রসিত চৌধুরী বিশুর মৃত্যুতে আমরা একজন যোগ্য যুবনেতাকে হারিয়েছি।
তিনি ছিলেন সদা হাস্যোজ্জল, সৎ, মেধাবী ও সাহসী নেতা। তাকে হারিয়ে দলের অনেক ক্ষতি হয়েছে। তার মতো ত্যাগী নেতা পাওয়া কষ্টকর। তার মধ্যে কোন হিংসা-অহংকার ছিল না। তিনি খুব কম কথা বলতেন এবং সত্য কথা বলতেন। দলের দুঃসময়ে নির্ভীকভাবে দক্ষতার সাথে যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। আজ তার এই স্মরণ সভায় আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে নৌকার বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। এছাড়াও স্মরণ সভায় প্রয়াত প্রসিত চৌধুরী বিশু’র আত্মার শান্তি কামনায় ১মিনিট নীরবতা পালন করা হয়।