॥স্টাফ রিপোর্টার॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে আগামী ৮ই জানুয়ারী রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’ অনুষ্ঠিত হবে। মেলায় ফ্রিল্যান্সিং, আউট-সোর্সিং বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে ১০টায় উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় সেমিনার ও আলোচনা সভা, দুপুর ২টায় আউট-সোর্সিং বিষয়ক কর্মশালা, বিকেল সাড়ে ৩টায় পুরস্কার প্রদান এবং সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ও পুলিশ সুপার সালমা বেগম উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক জিনাত আরা।
৮ই জানুয়ারী রাজবাড়ীতে লার্নিং এন্ড আর্নিং মেলা
