Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন মহিলা এমপি’র পুত্র রাজীব

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের লক্ষèীকোল রাজারবাড়ী এলাকায় খালেকের বাড়ীতে গতকাল ৫ই জানুয়ারী রাতে শীতার্তদের মধ্যে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মিসেস কামরুন নাহার চৌধুরীর পুত্র ইকবাল চৌধুরী রাজীব।
এ সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, উজ্জল শেখ, সাজ্জাদুল কবির তানজিল ও ফয়সাল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে ইকবাল চৌধুরী রাজীব বলেন, কম্বলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজস্ব ত্রাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করার জন্য দিয়েছেন। সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী শারীরিক অসুস্থ্য থাকায় তিনি কম্বল গুলো বিতরণ করছেন।