Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খাজা মঈনউদ্দিন চিশ্তীর ৩১তম ওরশ শরীফ অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ-জেলা মাইক্রোবাস-কার মালিক এবং জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে গত ৩০শে মার্চ রেলওয়ে আজাদী ময়দানে খাজা মঈনউদ্দিন চিশতী(রঃ)’র ৩১তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল শেষে ও রাতে বিচার গান অনুষ্ঠিত হয়।
বিচার গান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার আদায়সহ সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় খ্যাতনামা চিকিৎসক ডাঃ মোঃ মোমেনুজ্জামানসহ বহু গন্যমান ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
বিচার গান পরিবেশন করেন ঢাকার বাউল শিল্পী মোঃ আমজাদ সরকার ও মানিকগঞ্জের মৌসুমী বাউল।