Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে পাউবো’র জমি থেকে গাছ কর্তন করে বিক্রি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ও নবাবপুর ইউনিয়নের তালতলা ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা।
এলাকাবাসী জানায়, গত সোমবার পাউবো’র জমি থেকে ৩টি তাল, ২টি কাঁঠালগাছ, ৪/৫টি জিকা, মেহগনী গাছ ও কেটে নিয়ে যায় এলাকার প্রভাবশালীরা।
কাঠ ব্যবসায়ী মিরাজ বলেন, আমার নিকট স্থানীয় রফিকুল ও সাখাওয়াত গাছগুলো ২৫শত টাকায় বিক্রি করেছে। সেজন্য গাছগুলো কেটে নিয়েছি।
বালিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের এস.ও মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে গাছ কর্তনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কতকগুলো গাছ জব্দ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রফিকুল ইসলামকে কোন জমি লিজ দেওয়া হয়নি। দেবেন মন্ডলকে লিজ দেওয়া হয়েছিল, কিন্তু সে লিজের শর্ত ভঙ্গ করে রফিকুল ইসলামের নিকট হস্তান্তর করে। লিজের শর্ত ভঙ্গ করায় দেবেন মন্ডলের লিজ বাতিল করা হয়েছে, পরবর্তীতে তার লিজ আর নবায়ন করা হবে না।