Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার রাজবাড়ী শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৩০শে মার্চ দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০১৮ এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাংকন, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাথে সংশ্লিষ্ট ফরিদপুর ও রাজবাড়ীর বিচারক মন্ডলী প্রতিযোগিতার বিচার কাজ পরিচালনা করেন।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। এ সময় সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তালুকদার মোঃ রাজীব, সহ-সভাপতি আরিফ খান জুয়েল, সুশান্ত দাস ও টিটু কুমার দে, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া, আজিমুল হক আজিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু-কিশোরদের খুব ভালোবাসতেন। সে জন্যই তার জন্মদিনকে জাতীয় শিশু কিশোর দিবস ঘোষণা করা হয়েছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা মা-বাবার কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষাই বড় হলে তাদের জীবনে সবচেয়ে বেশী প্রভাব রাখবে। এ জন্য প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানদের সক্ষমতা অর্জন পর্যন্ত যথাযথভাবে গাইড করে নিয়ে যাওয়া।
পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে শিশুদেরকে সঠিকভাবে জানাতে হবে। তার আদর্শে অনুপ্রাণিত করতে হবে। শুধু লেখাপড়াই নয়, খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিশুদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। তিনি বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার এ আয়োজনকে সাধুবাদ জানান।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তালুকদার মোঃ রাজীব জানান, পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক-২০১৮ প্রদান করা হবে। সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।