॥মেহেদুল আক্কাস॥ গোয়ালন্দে কাজ করতে গিয়ে গায়ে পানি লাগায় মিন্টু শেখ নামে নির্মাণ শ্রমিককে মারপিট করে আহত করা হয়েছে। গত ২৭শে মার্চ দুপুরে গোয়ালন্দ বাজার সড়কে এ ঘটনা ঘটে। আহত মিন্টু শেখকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দে বাজারে বিক্ষোভ মিছিল করেছে নির্মাণ শ্রমিকরা। আহত শ্রমিক মিন্টু শেখ গোয়ালন্দ উপজেলা শাখা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক।
আহত মিন্টু জানায়, গত মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ বাজার সড়কে ওয়ালটন শো রুমের তিন তলায় নির্মাণ কাজ চলছিল। সেখানে তিনিসহ তিন জন শ্রমিক তিন তলায় নির্মান কাজ করছিলেন। এ সময় হঠাৎ জানালা দিয়ে পানি ছিটে নিচে দুই যুবকের গায়ে লাগলে তারা উপরে উঠে এসে তাদের গালাগালি করতে থাকে। এক পর্যায় তারা নিচে নেমে সাগর গাজী ও আলামিনসহ ১০/১২জন অজ্ঞাত যুবককে সাথে করে এনে তাকে মারপিট করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মামলা করা হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইউছুফ আলী প্রামানিক ও সাধারণ সম্পাদক উজ্জল মোল্লাসহ নির্মাণ শ্রমিকের নেতাকর্মীরা ওই দিন সন্ধায় বিক্ষোভ মিছিল করে। এসময় তারা অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার এস.আই নাসির উদ্দিন জানান, শ্রমিক নেতা মিন্টুর হামলাকারীরা পলাতক আছে। তাদের দ্রুত আটকের চেষ্টা চলছে।