Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বসন্তপুরের বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজে গত ২৬শে মার্চ সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি সহিদুল করিম। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, কলেজের দাতা সদস্য দেলোয়ারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মীর্জা মোঃ আসিফ আকবর নিবিড় ও সমাজসেবক মোঃ লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাহবুব আহম্মেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক রনতোষ কুমার দাস, প্রভাষক মঞ্জুরী খাতুন, প্রভাষক সুশান্ত কুমার দাস ও প্রভাষক কাজী তানভীর মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রশীদ আল মারুফ।
আলোচনার শেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়ে তাদের হাতে পরীক্ষার প্রবেশ পত্র তুলে দেয়া হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।