Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী লেডিস ক্লাবের আয়োজনে আলোচনা সভা-ক্রীড়া প্রতিযোগিতা

॥স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ী লেডিস ক্লাবের আয়োজনে গত ২৬শে মার্চ বিকাল ৩টায় অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাব প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস মর্জিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু।
স্বাগত বক্তব্য রাখেন লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা মীর মাহফুজা খাতুন মলি। এছাড়াও লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণ মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য তুলে ধরাসহ একাত্তরের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এছাড়াও তারা লেডিস ক্লাবের নেতৃত্বে জনসেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর বড় বোন ড. নাইমা কাজী এবং কন্যা কানিজ ফাতেমা চৈতীসহ লেডিস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে মহিলাদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।