Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে ধ্বংসের জন্য দলের মধ্যে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সজাগ থাকুন ——————– রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল কর্মী সমাবেশ গতকাল ২৫শে মার্চ বিকেলে বাহাদুরপুর বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ইমান আলী মাস্টারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগকে ধ্বংসের জন্য দলের মধ্যে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সজাগ থাকুন এবং তাদের বিভ্রান্তিতে কান দিবেন না। আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি গ্রহণের দিক নির্দেশনা প্রদান করে এমপি জিল্লুল হাকিম বলেন, রাজনীতি করতে হলে জনগণের আস্থা অর্জন করতে হয়। দলীয় নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হয়। এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হয়।
তিনি বলেন, আপনারা যেমন আমার সাথে আছেন। আমিও আপনাদের সাথে আছি। রাস্তাঘাট-বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমি মন্ত্রণালয়ে ঘুরে ঘুরে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে কাজ করছি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এলাকার প্রতিটি বাড়ীতে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমার বিকল্প আমি। এখন পর্যন্ত আমার বিকল্প সৃষ্টি হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রত্যেকটি নির্বাচন কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
এমপি জিল্লুল হাকিম আরো বলেন, খালেদা জিয়া আর কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না। কারণ বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সন্ত্রাস-দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম ছগির।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাকিল। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, কর্মী সমাবেশ স্থানসহ ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও সড়কে ব্যানার-ফেস্টুন স্থাপন করায় কর্মী সমাবেশ বর্ণিল হয়ে ওঠে। এছাড়া বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে কর্মী সমাবেশ জনসভায় পরিণত হয়।
সু-শৃঙ্খলভাবে বিশাল কর্মীসমাবেশ সম্পন্ন হওয়ায় দলীয় নেতা-কর্মী ও ইউপি মেম্বারসহ সকল শ্রেণি পেশার লোকজনকে আন্তরিক অভিনন্দন জানান বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল।