Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির বহরপুর ইউপির ৩টি গ্রামের ৪৫২টি পরিবার পেল পল্লী বিদ্যুতের নতুন সংযোগ

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ৩টি গ্রামের (ডহর পাঁচুরিয়া, বংকুর ও পাকালিয়া) ৪৫২টি পরিবার পেল পল্লী বিদ্যুৎ সংযোগ।
গতকাল ২৩শে মার্চ বিকালে ডহর পাঁচুরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ কামরুল ইসলাম গোলদার প্রমুখ।
বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন। এ সময় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মকবুল হোসেন ও বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে বিদ্যুৎ। সেজন্য বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দিয়েছে। কিছুদিনের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলোতেও বিদ্যুৎ পৌঁছে যাবে।
তিনি স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঐতিহাসিক সাফল্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টার কথা তুলে ধরে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও তিনি দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশ পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বলেন, যেকোন মূল্যে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে, যাতে তারা কোনভাবেই মাদকাসক্ত হতে না পারে। তিনি উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ করান।