Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বালি ও মাটিবাহী ট্রাকে ত্রিপল ব্যবহারের জন্য ট্রাক চালকদেরকে পরামর্শ

॥স্টাফ রিপোর্টার॥ বালি ও মাটি ভর্তি ট্রাকে ত্রিপল ব্যবহার এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজবাড়ী বাজারের মধ্যে ট্রাক চলাচল(লোড-আনলোড) না করার জন্য জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ গত ৬ই ডিসেম্বর ট্রাক চালকদেরকে পত্র প্রদান করেছে।
উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ঠা ডিসেম্বর রাজবাড়ীর পৌরসভা মেয়রের স্বাক্ষরিত একটি পত্র ইউনিয়নের হস্তগত হয়েছে। যাতে উল্লেখ আছে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজবাড়ী বাজারের মধ্যে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। এছাড়াও বালি ও মাটিভর্তি লোকাল ট্রাক চলাচলের সময় ঢেকে না রাখায় স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণের ক্ষতি হচ্ছে। সে কারণে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাটি ও বালি ভর্তি সকল গাড়ীতে ত্রিপল/চটের বড় ছালা দিয়ে ঢেকে চলাচলের এবং সকল প্রকার ট্রাক সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাজারের মধ্যে লোড-আনলোড না করার জন্য ট্রাক চালকদের প্রতি আহবান জানান। অন্যথায় পৌর কর্তৃপক্ষ কোন আইনগত ব্যবস্থাগ্রহণ করলে তার দায়-দায়িত্ব ট্রাক চালকদেরকেই বহন করতে হবে।