Site icon দৈনিক মাতৃকণ্ঠ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘ স্বীকৃতি রাজবাড়ীতে বর্নাঢ্য শোভাযাত্রা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘ স্বীকৃতি এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্জন উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যক সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে মার্চ বিশেষ প্রচারাভিযান ও সেবা সপ্তাহের উদ্বোধন, বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনের আম্রকানন চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে আম্রকানন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স ও রাজবাড়ীর পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামালসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের জন্য গত নয় বছরে বাংলাদেশ সর্বসেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সর্বসেক্টরের এই অভূতপূর্ব সাফল্যের কারণে আজ বিশ্ব সংস্থা জাতিসংঘের উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি(সিডিপি) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের মত বিশেষ দিনে ‘নিম্ন আয়ের দেশ’ থেকে ‘নিম্ন মধ্য আয়ের দেশে’ উত্তরণের স্বীকৃতি দিয়েছে। যা সম্ভব হয়েছে বাংলাদেশের মজবুত অর্থনীতিকে ধরে রাখার কারণে। শুধু সেটাই নয়, আমরা একইভাবে সকল সেক্টরে অনেক উন্নয়ন সাধিত করেছি। রাজবাড়ী জেলার আগে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি কি উন্নয়ন সাধিত হয়েছে সে বিষয়গুলো বিশ্লেষন করলেই পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এই উন্নয়নের ধারাকে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধরে রাখতে হবে। যাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী টার্গেট ২০২১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা তার বক্তব্যে বলেন, আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার। আজকে তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে উন্নয়নের সাফল্যের কারণে বিশ্ব সংস্থা জাতিসংঘ বাংলাদেশকে জাতির পিতার জন্মদিনে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের প্রতি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই নিজেদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগেী করে গড়ে তুলতে হবে। যাতে আমরা সকলে মিলে ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারি।
আলোচনা সভার শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী ‘নিম্ন আয়ের দেশ থেকে ‘নিম্ন মধ্য আয়ের দেশে’ উত্তরণের জাতিসংঘ স্বীকৃতি এবং বাংলাদেশের উন্নয়ন ও অর্জন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিশেষ প্রচারাভিযান ও সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।