Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শহীদওহাবপুরে অটোরিক্সা চালক ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মারপিট॥ থানায় মামলা

॥মাহ্ফুজুর রহমান॥ জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১৬ই মার্চ সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নূরপুর গ্রামে অটোরিক্সা চালক জাহিদ খাঁ(৩২) ও তার ৮মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী নাসরিন আক্তার (৩২)কে মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জাহিদ খাঁর শাশুড়ী ছকিনা বেগম বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় জাহিদ খাঁর প্রতিবেশী হাবিবুর রহমান হাবি(৪০), ইব্রাহীম মোল্লা(৫০) ও আজাহার মোল্লা(৫৫) এবং রামকান্তপুর গ্রামের আকাশ (২৫)সহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, জাহিদ খাঁ তার নিজ বাড়ীতে রান্নাঘর তোলার সময় জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জেরে উল্লেখিতরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। এ সময় তার স্ত্রী অন্তঃস্বত্তা নাসরিন আক্তার তাকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারপিট করে ও তলপেটে লাথি মারে। পরে তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) মোঃ কামাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।