Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শহীদওহাবপুরে সবজি চাষে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ

SONY DSC

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের সাদীপুর গ্রামে গতকাল ১৯শে মার্চ দুপুরে গ্রীস্মকালীন সবজি চাষে গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে।
এভিপিআই প্রকল্পের আইএফডিসি’র রাজবাড়ী সদর মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান সবজি চাষে গুটি ইউরিয়া সারের ব্যবহারের বিষয়ে আলোচনা করেন এবং মাঠ পর্যায়ে কৃষাণীদের এই সার ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ৪০জন কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।