॥মাহ্ফুজুর রহমান॥ শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি বলেছেন, মেয়েরা আজ পিছিয়ে নেই-দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে। মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার চিন্তা-ভাবনা চলছে, যাতে শিক্ষার্থীরা মাধ্যমিক শেষ করার পর হাতে-কলমে শেখাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে পারে। দেশের জন্য অবদান রাখতে পারে।
গতকাল ১৮ই মার্চ দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আব্দুস সামাদ শেখ, তমিজুদ্দিন খান ট্রাস্টের চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল ও বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম রহমান প্রমুখ।
পুরস্কার বিতরণের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।