Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গতকাল ১৭ই মার্চ সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পম্যাল্য অর্পণ করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি। অন্যান্যের মধ্যে মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি অধ্যাপক ফখরুজ্জামান মুকুট, যুগ্ম-সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবসের আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার রাজবাড়ী জেলা শাখার বাতিল ঘোষিত কমিটির চেয়ারম্যান তানিয়া চৌধুরী কংকন তার বক্তব্যের এক পর্যায়ে জাতীয় মহিলা সংস্থার দায়িত্ব তার পালকালীন সময়ে বিভিন্ন বিষয় তুলে ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে মর্মে ব্যক্তিগত বক্তব্য দিতে শুরু করলে মঞ্চে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলীসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ তীব্র আপত্তি জানান ও তাকে বক্তব্য শেষ করতে বলেন। কিন্তু তিনি তারপরও ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে বক্তব্য চালিয়ে যেতে থাকলে এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন তার বক্তব্য দেওয়া থেকে থেকে নিবৃত করেন।
এ প্রসঙ্গে দলের উপস্থিত নেতাকর্মীদের অনেকই বলেন, তিনি(তানিয়া চৌধুরী কংকন) আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে যে ব্যক্তিগত বিষয়ে বক্তব্য দিয়েছে তাদে অনুষ্ঠানের ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। যা মোটেও গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে দলের অনুষ্ঠান গুলোতে এই ধরনের নেতানেত্রীদের বক্তব্যসহ মঞ্চে উঠতে দিতে না দেওয়ার জন্য দলের সাধারণ কর্মীদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আহবান জানানো হয়।