Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

॥রঘুনন্দন সিকদার॥ শিশুর জন্য একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ এবং সুন্দর আগামীর প্রত্যাশায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পমাল্য অর্পণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
কেক কাটার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) খোদেজা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তায়েব-উর-রহমান আশিক, থানার অফিসার ইনর্চাজ হাসিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা প্রমুখ।
আলোচনা সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।