Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের বার্ষিক বনভোজন গতকাল ১৬ই মার্চ দিনব্যাপী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
বনভোজনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি-বিপিএম-সেবা, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা প্রশাসকের সহধর্মিনী লেডিস ক্লাবের সভানেত্রী মর্জিনা ইয়াসমিন, পুলিশ সুপারের স্বামী সৈয়দ সেলিম সাজ্জাদ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান, রাজবাড়ী সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ফখরুজ্জামান মুকুট, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ কামরুল হাসান গোলদার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন এবং অফিসার্স ও লেডিস ক্লাবের সদস্যগণসহ অন্যান্য অতিথিগণ সপরিবারে বনভোজনে অংশগ্রহণ করেন।
বনভোজনের শুরুতে নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা’কে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বরণ করে নেন। এরপর বিদায়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সেক্রেটারী সৈয়দা নুরমহল আশরাফীকে বিদায় এবং নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খানকে বরণ এবং সংবর্ধনা জানানোসহ তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি ও বিদায়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ জিল্লুর রহমান।
সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান শেষে বনভোজনে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রীতি খেলাধুলা অনুষ্ঠিত হয়। খেলাধুলার শেষে মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক কৌতুক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লালন সঙ্গীত, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), এনএসআই’র উপ-পরিচালক এবং অফিসার্স ক্লাবের সদস্য কাজী ফরিদসহ অন্যান্য সদস্যগণ, আমন্ত্রিত অতিথি ও তাদের সন্তানরা সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক ইত্যাদি পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে সন্ধ্যায় বার্ষিক বনভোজন সমাপ্ত হয়।