Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নেতৃবৃন্দের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গত ২৯শে ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী, মরহুম কাজী হেদায়েত হোসেন এবং গতকাল ৩রা জানুয়ারী গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ডাঃ এহিয়া ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মরহুম ডাঃ জলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সাবেক সহ-সভাপতি মরহুম মকসুদ আহম্মেদ রাজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম এডঃ মোঃ আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, শফিক, সাদিক, জেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মরহুম এডঃ কবির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম বজলুল হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন -প্রেস