Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় “ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ” প্রশিক্ষণের সমাপনী আজ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ভূমি অফিসের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৪দিন ব্যাপী “ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণের আজ বৃহস্পতিবার সমাপনী হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার এনএম সেলিম উপস্থিত থাকবেন।
জানাযায়, গতকাল ১৪ই মার্চ ৩য় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদকরণ, ডকুমেন্ট ও ছবি স্ক্যান, পিডিএফ/জেপিজি প্রভৃতি ফাইল প্রস্তুত, এমএস পাওয়ার পয়েন্ট সম্পর্কে প্রাথমিক ধারণা, ফাইল আপডেট ও ডাউনলোড করা, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল ব্যবহার, সোসাল নেটওয়ার্কিং ও গ্রুপ মেইল, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল ব্যবহার অনুশীলন করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও এসিল্যান্ড ফয়সাল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিষয়ভিত্তিক আলোচনা করেন।
উল্লেখ্য, পাংশা ও কালুখালী উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনা, ই-মিউটেশন ও কম্পিউটার শিক্ষা বিষয়ে ৪দিন ব্যাপী “ভূমি ব্যবস্থাপনা ও সেবায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণের গত ১২ মার্চ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।