॥লাবনী আক্তার॥ রাজবাড়ী শহরের গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ১লা জানুয়ারী বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ সন্যাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি ফকীর মোশারফ হোসেন ও সদস্য ফারুক হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ এবং স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত
