Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যাবের অভিযানে ড্রাইচ ফ্যাক্টরী এলাকা থেকে কচ্ছপ পাচারকারী আটক॥ ভ্রাম্যমান আদালতে ৪০হাজার টাকা জরিমানা

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী শহরের ভবাণীপুর(ড্রাইস ফ্যাক্টরী) এলাকার সুভাষ চন্দ্র সরকারের বাড়ীতে অবৈধভাবে রাখা ২০ মণ কচ্ছপ জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত করাসহ তাকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ঘটনায় আটক কচ্ছপ পাচারকারী প্রবাস চন্দ্র সরকার (৪০)কে ৪০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত প্রবাস চন্দ্র সরকার ওই এলাকার মৃত সুবল চন্দ্র সরকাররের ছেলে।
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, কচ্ছপগুলো বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় পাচার করছিল প্রবাস চন্দ্র সরকার। গোপন তথ্যে খবর পেয়ে বিকেলে ওই বাড়ীতে অভিযান চালিয়ে পাচারকালে কচ্ছপগুলো উদ্ধার ও প্রবাসকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম বন্য প্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৯ ধারা মোতাবেক প্রবাসকে ৪০হাজার টাকা অর্থদন্ড করেন। অভিযান শেষে জব্দকৃত ২০ মন কচ্ছপ গোদার বাজার ঘাটে নিয়ে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুভাষ চন্দ্র সরকার তার বাড়ীতে ইট, বালু, সিমেন্ট দিয়ে ১০/১২টি হাউজ বানিয়ে বিভিন্ন জায়গা থেকে কচ্ছপ কেনাসহ অবৈধভাবে এই কচ্ছপের চাষ করা ছাড়াও বিশেষভাবে মার্বেল পাথরের গর্ত বানিয়ে কুচে (সাপের আকৃতির এক ধরনের মাছ) চাষ করছিল। অভিযানকালে সেখানে প্রায় ৫০মণ কুচে পাওয়া গেলেও আইনে উল্লেখ না থাকায় সেগুলো জব্দ করা হয়নি।