Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেএসসি পরীক্ষায় খাগজানা উচ্চ বিদ্যালয়ের সাফল্য

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগজানা উচ্চ বিদ্যালয় এবারের জেএসসি পরীক্ষায় উপজেলার ১নং কেন্দ্রের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
বিদ্যালয়ের ৬জন শিক্ষার্থী গোল্ডেনসহ ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, পাশের হার ৯২.৬৫%। এতে এলাকার শিক্ষা অনুরাগী অভিভাবকদের মধ্যে আনন্দের হাওয়া বইছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কালুখালী কলেজের প্রভাষক মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং শতভাগ আন্তরিকতা ও চেষ্টার ফলে এবারের জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল করা সম্ভব হয়েছে।
প্রধান শিক্ষক এ.কে.এম নজরুল ইসলাম বলেন, দক্ষ পরিচালনা কমিটির তত্ত্বাবধায়নে সকল শিক্ষক-কর্মচারীর শতভাগ প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটিতে ভাল ফলাফল সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, গত ৩বছরের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবার উদ্দীপনা পুরস্কার পেয়েছে। গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এ পুরস্কার ও সনদপত্র তুলে দেন। বর্তমানে বিদ্যালয়টিতে ৬শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে অবকাঠামোগত সমস্যার কারণে পাঠদান ব্যাহত হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব সময়ই সকল পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে বিদ্যালয়ে আরো ভাল ফলাফল করা সম্ভব হবে যদি শ্রেণী কক্ষের অভাব দূর করে শাখা ভিত্তিতে পাঠদান করা যায়। সেজন্য বিদ্যালয়টিতে একটি ভবন বিশেষ প্রয়োজন।