Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে কেকেএস কলেজ বিতর্ক উৎসব-২০১৮ অনুষ্ঠিত

এনজিও কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আয়োজনে গতকাল ১০ই মার্চ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘কেকেএস কলেজ বিতর্ক উৎসব-২০১৮’ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)’র সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু। দিনব্যাপী সনাতন ও সংসদীয় পদ্ধতিতে পরিচালিত বিতর্ক উৎসবে ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো ঃ রাজবাড়ী সরকারী কলেজ-১, রাজবাড়ী সরকারী কলেজ-২, রাজবাড়ী সরকারী কলেজ-৩, রাজবাড়ী সরকারী কলেজ-৪, বহরপুর ডিগ্রি কলেজ, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ, বেলগাছী বিকল্প কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। বিতর্কে রাজবাড়ী সরকারী কলেজ-১ দল চ্যাম্পিয়ন, রাজবাড়ী সরকারী কলেজ-২ রানার্স আপ এবং আহনাফ তামিদ খান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, এ ধরনের আয়োজন মেধা বিকাশে সহায়ক। প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটে। কেকেএস সব সময় তাদের ব্যতিক্রমী আয়োজন আমাদের সামনে উপস্থাপন করে। এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যত হবে তত মেধা বিকাশে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে ফকীর আব্দুল জব্বার বলেন, পড়াশোনা করে শুধু বড় চাকুরী বা বড় বিতার্কিক হলেই চলবে না- মানুষের মত মানুষ হতে হবে। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দেশের জন্য কাজ করে যেতে হবে।
কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর সংগঠক ফয়েজুল হক কল্লোল বলেন, রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সাথে নিয়ে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
উৎসবের সমন্বয়ের দায়িত্বে ছিলেন কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল জাহিদুল ইসলাম রুমন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) উৎসবটি আয়োজনে অর্থায়ন এবং রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ) সহযোগিতা করে – প্রেস বিজ্ঞপ্তি।