Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুলের ইন্তেকাল॥রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম আবুল(৬৫) আর নেই। গতকাল ১০ই মার্চ ভোর সোয়া ৪টার দিকে রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শনিবার বিকাল ৫টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অবঅনার প্রদানের পর নামাজে জানাযা শেষে তার মরদেহ ভবাণীপুর ২নং পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাযাতে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, ডাঃ আবুল হোসেন বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আব্দুল জলিল, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, মরহুমের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ এবং জনপ্রতিনিধি-রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের জামাতা ফজলুর রহমান জানান, গত ৮ই মার্চ দিনগত রাত দেড়টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ(মন্ডলপাড়ায়) নিজ বাড়ীতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পরদিন শুক্রবার রাত ১২টার দিকে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী চিকিৎসা দিয়ে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার কন্যা সেলিনা কেয়া রাজবাড়ী সদর উপজেলা সমবায় কর্মকর্তা এবং পুত্র মোঃ শফিকুল ইসলাম পলাশ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত রয়েছে।