Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শিক্ষা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও ফ্রিল্যান্সারদের পেমেন্ট প্রদান

॥কাজী তানভীর মাহমুদ॥ শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজবাড়ী জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স সংগঠন।
গতকাল ৯ই মার্চ সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রীর বাসভবনে গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিমন্ত্রী অনলাইনে বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে অর্থ উপার্জনকারী দেড় শতাধিক ফ্রিল্যান্সারের হাতে পেমেন্ট তুলে দেন।
জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স’র সিইও মোঃ মেহেদী হাসান, উপদেষ্টা এবিএম আলমগীর মিয়া, সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি জাহিদুল আলম, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী, জান্নাতুল ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসানসহ অনান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি সোহাগ মিয়া জানান, সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত। তিনি রাজবাড়ী জেলার একজন কৃতি সন্তান এবং জেলাবাসীর গর্ব। জেলা ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন ও ইজি বাক্স সংগঠনটি ১বছর আগে যাত্রা শুরু করেছে। বর্তমানে ইন্টারনেটে বিভিন্ন সাইটের মাধ্যমে ঘরে বসেই শত শত যুবক-যুবতী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপর্জন করছে। নিজেরাই নিজেদের আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে পেরেছে।