॥রঘুনন্দন সিকদার॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ী জেলায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৮ই মার্চ বেলা ১১টায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোদেজা বেগম।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, উপজেলা প্রকৌশলী সজল দত্ত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, আনসার ও ভিডিপি(ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু সাঈদ, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার ও নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলা মহিলা পরিষদের আয়োজনে দিনব্যাপী গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আকলিমা সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী শামিমা বেগম বীণা, মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদিকা রেহেনাজ পারভীন সালমা, সদস্য আফরোজা ডলি, ফরিদা পারভিন, পরিসংখ্যান কার্যালয়ের অফিস সহকারী রিক্তা পারভীনসহ বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার সদস্যরা পিঠা উৎসবে অংশ নেন। এ সময় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী চিতই, ভাপা, পুলি, সেমাই, নারকেল বরফি, বৌরাণী, ফুলপিঠা বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শন ও বিক্রয় করা হয়।