Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সময় এখন নারীর ঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনের ধারা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৮ই মার্চ সকালে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, সম্মানিত বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা ও সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স এবং অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ, নারী উদ্যোক্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে অতিথিগণ অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ফিতা কেটে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এরপর রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা ও সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অন্যান্যের মধ্যে জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, জীবিকা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী জুলিকা ইসলাম, মাতৃভূমি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শাহিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস এবং নারীদের স্তন ও জরায়ু রোগের উপর বিশেষ পারমর্শ প্রদান করেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ শাহনিমা নার্গিস।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবুসহ মহিলা উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন।
আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিগণসহ অন্যান্য বক্তাগণ আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বলেন, জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করার পর থেকে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশে দিবসটি পালিত হয়ে আসছে। আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রধান লক্ষ্য হলো নারীদের ক্ষমতায়নের মাধ্যমে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা। বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী সময়ে বিষয়টির গুরুত্ব দিয়ে দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছিলেন। তার ধরাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরেও নারীদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়ায় বর্তমানে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমান সময়ের মত আমরা সকল সেক্টরে দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখতে পারলে বর্তমান প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
আলোচনা সভার শেষে জেলা পরিষদের ঐচ্ছিক তহবিল থেকে ১০জন নারী উদ্যোক্তাকে ১হাজার টাকা করে সম্মাননা প্রদান করা হয়।