Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতার সূচনা হয় — শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি

॥রফিকুল ইসলাম/দেবাশীষ বিশ্বাস॥ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্ত্বরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী, এমপি বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হাসান আশা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আরজু প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহ্রাব ও ফকরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা, এপিএস ও যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতী, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আবু বক্কর খান, জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্লীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল মহান স্বাধীনতার ঘোষণা। এই ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতার সূচনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্বনেতা। ৭ই মার্চের ভাষণে তিনি বিশ্বের শোষিত মানুষের কথাও তুলে ধরেছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণ বিশ্বের অন্যতম সেরা ভাষণ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। ৭ই মার্চের সেই ভাষণ শুনলে এখনো গা শিউরে ওঠে।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে আমাকে গণভবনে ডাকা হয়েছিল। সেখানে বলা হয়েছে, উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আগামী ২২শে মার্চ তারিখে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই ২২ তারিখে বৃহৎ পরিসরে রাজবাড়ীতে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনুষ্ঠান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করে তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, ৭ই মার্চের ভাষণে বাঙালী জাতির স্বপ্ন পূরণ হয়েছিল। ঐতিহাসিক সেই ভাষণ আজ বিশ্বভাষণে পরিণত হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বিকালে আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।