॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে চন্দনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত ৩জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
দন্ডিতরা হলো ঃ বালিয়াকান্দি সদর ইউনিয়নের ঢোলজানী গ্রামের মৃত মোমরেজের পুত্র কাছেদ(২০), একই গ্রামের হাকিম মিজির পুত্র মুন্না(৩০) এবং খোদ্দমেগচামী গ্রামের আলা খানের পুত্র সাজ্জাদ খান(২৫)। গতকাল ৪ঠা জানুয়ারী বিকেল ৪টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম রকিব হায়দার।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম জানান, বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের চন্দনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল এই চক্রটি। স্থানীয়রা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ৩জন বালু উত্তোলনকারীকে ধরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।