॥চঞ্চল সরদার॥ বিশিষ্ট লেখক ও সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ৫ই মার্চ রাজবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গণজাগরণ মঞ্চের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণজাগরণ মঞ্চের আহবায়ক এজাজ আহম্মেদ ও জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া প্রমুখ বক্তব্য দেন।
বেলা সাড়ে ১১টায় ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এতে ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এ.বি.এম মঞ্জরুল আলম দুলাল, সহকারী অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, এবং শামীমা আক্তার মুনমুন প্রমুখ বক্তব্য দেন।
সন্ধ্যায় একই দাবী শহরের বিক্ষোভ মিছিল বের করে ওয়ার্কার্স পার্টি। মিছিল ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে বের রাজবাড়ী প্রেসক্লাব প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু ও সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।