Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার দিক দিয়ে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন।
গতকাল ৩রা মার্চ বিকালে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম সুফী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ হোসেন মিয়া। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন মৃধা।
এ সময় বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ রাসেল খান রিজু, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান বিশ্বাস ও সাধারণ সম্পদক মোঃ শামিম মিয়া মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বিগত বিএনপি-জামাত জোট সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তা-ঘাট, কৃষি, শিল্পসহ সকল ক্ষেত্রে তাদের অবদান এদেশের মানুষ জানে। তাদের সময়ে সারের জন্য কৃষকরা জীবন দিয়েছে। এখন বিএনপির নেতারা রঙ্গিন পানি খেয়ে টলমল করেছে, আবারো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। জামালপুরে এমন কোন রাস্তাঘাট নেই যেখানে ইটের রাস্তা হয় নাই। উল্লেখযোগ্য কোন রাস্তাই কাঁচা নেই। পাংশা-বালিয়াকান্দি-কালুখালীর উন্নয়নের জন্য আরো ১৮২ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার কাজ দ্রুত শুরু হবে। শেখ হাসিনা গরীব মানুষের জন্য রাজনীতি করেন। ২০১৮ সালের মধ্যেই বালিয়াকান্দি উপজেলার সকল ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। এমপিওভূক্তির কাজ শুরু হলে জামালপুর কলেজও এমপিওভূক্ত করা সম্ভব হবে।