Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাতের ঘটনায় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর তীব্র নিন্দা

॥স্টাফ রিপোর্টার॥ বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে আজ ৩রা মার্চ বিকেলে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্ত কর্তৃক কাপুরুষোচিত ছুরিকাঘাত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

আজ শনিবার রাতে এক বিবৃতিতে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি বলেন, জাফর ইকবালের মতো সকলের শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এই ধরনের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে। তিনি এ ঘটনায় গ্রেপ্তারকৃত যুবকসহ এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত মূল হোতাদের মুখোশ উন্মোচন এবং অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।